সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদের বস্তাগুলো ফেলে পালিয়ে যায় মাদক বহনকারী আসামি।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২রা নভেম্বর) রাত ৮:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল এলাকায় অবস্থান নেয় পুলিশ।এসময় ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ধানের জমিতে চারটি চটের বস্তা থেকে ১৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মদ গুলোর মধ্যে অফিসার চয়েস, উইশকি,সিগনেচার ব্লু, গ্রেইন উইশকি ব্রান্ডের বিদেশি মদ ছিলো। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ১৫৮ বোতল বিদেশি মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদককারবারীদের পরিচয় সনাক্ত করা হয়েছে। উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য