সাইফুল ইসলাম বাবু-বিশেষ প্রতিনিধি,সিলেট।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জোষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।৫আগষ্ট (শনিবার) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব,প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো জুলহাস,মডেল থানার উপ- পরিদর্শক( এসআই) রসুল মিয়া,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ,কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তা সন্দিপ বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি,সহ সভাপতি ফখরুল ইসলাম সহ যুবউন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলা শিল্পকলা একাডেমি ও সুগন্ধা এফসি সহ উপজেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শেখ কামাল সহ ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এর আগে উপজেলা পরিষদে চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এরপর উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয় এবং বিকেলে উপজেলার বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজ মাঠে ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ উপজেলা প্রসাশন একাদশ বনাব সুধী একাদশের মধ্যকার খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়।
মন্তব্য