সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি
জৈন্তাপুরে চোরাই পথে আসা ভারতীয় ৭টি গরু সহ এক ব্যাক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত আসামির নাম মো আলমগীর হোসেন (৩০)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ডিবির হাওড় গ্রামের আলী হোসেনের পুত্র।পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর দিকনির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার (১৭ই অক্টোবর) গভীর রাত সাড়ে তিন ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ডিবির হাওর এলাকা থেকে ৭টি ভারতীয় গরু সহ আসামি আলমগীরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, ভারত থেকে চোরাইপথে পাচারের জন্য গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিলো। উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামি আলমগীরকে পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।











মন্তব্য