সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।
জৈন্তাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আজ মহানবমী। উপজেলার ২৩টি পূজা মন্ডপে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে পূজা উৎযাপন অনুষ্ঠিত হয়েছে।এ বছর উপজেলার প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা সংযোজনের পাশাপাশি অন্যান্য বারের মত নিরাপত্তা কাজে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলার সব কয়টি মন্ডপে নিয়োজিত রয়েছে আনসারের পুরুষ ও নারী সদস্যরা।পূজা মন্ডপের অবস্থান ও লোকসমাগমের উপর ভিত্তি করে জনবহুল ও অধিক গুরুত্বপূর্ণ মন্ডপ গুলোতে ৮ জন করে আনসার সদস্য এবং তুলনামূলক ছোট মন্ডপ গুলোতে ৬ জন করে সদস্য দিন রাতে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে দুই জন করে নারী আনসার সদস্য নিয়োজিত আছেন।তাছাড়া জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তারা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন। প্রতিটি মন্ডপে আনসার কর্মকর্তার কার্যালয় থেকে একটি রেজিস্ট্রার খাতা সংরক্ষিত রাখা হয়েছে এবং সেখানে দায়িত্ব পালনকারী সকল সদস্যদের নাম সহ বিস্তারিত বিবরণ দেয়া আছে। তাছাড়া প্রতিটি মন্ডপের প্রবেশমুখে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে নিরাপত্তা মূলক নির্দেশিকা টাঙানো হয়েছে যেখানে কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার হটলাইন নাম্বার দেয়া হয়েছে।সরজমিনে বিভিন্ন মন্ডপে গিয়ে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে আলাপকালে তারা জানান, সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত পূজারীদের সমাগম কম থাকে। বিকেলের পর তারা পৃথক পৃথক ভাবে মন্ডপের প্রবেশপথ, প্রতিমার নিকটে ও চারপাশে অবস্থান করে দায়িত্ব পালন করেন। এছাড়াও দুইজন নারী সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন। মন্ডপের সন্নিকটে অস্হায়ী দোকানপাটে লোক সমাগম রাতে বৃদ্ধি পায়।সে সময় প্রতি আধ ঘন্টা পর পর সেখানে একটি করে রাউন্ড তারা দিয়ে থাকেন। তাছাড়া মন্ডপ পরিদর্শনে ভিআইপি, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা পরিদর্শনে এলে তাদের প্রটোকল মেন্টেইন করেন বলে জানিয়েছেন তারা।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন, শারদীয় দূর্গা উৎসব আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা নির্বিঘ্ন করতে বাংলাদেশ আনসারের সিলেট জেলা কমান্ড্যন্ট আলি রেজা রাব্বি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যরা। এখন পর্যন্ত উপজেলার সকল মন্ডপে সুষ্ঠু ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল বিজয়া দশমী পর্যন্ত উপজেলা আনসার ভিডিপির সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাবেন।
মন্তব্য