সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুরে পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা চেষ্টার দায়ে স্ত্রী সহ প্রেমিককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় আহত প্রবাসী যুবক মিনহাজ উদ্দিনের (৩০) পিতা নূর মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে আহত মিনহাজ উদ্দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় বাদী নূর মিয়ার সাথে আলাপ কালে তিনি জানান,তার ছেলে ওমান প্রবাসী মিনহাজ উদ্দিনের সাথে বছর দুয়েক আগে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর ৬ নং কূপ এলাকার আবদুল্লার মেয়ে মনিরা বেগম (২২) এর সাথে বিয়ে হয়।ঘটনারটি শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) নুর মিয়ার নিজ বাড়ী উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘাটেরচটি যাত্রাপুর গ্রামে। সেদিন রাত ২ ঘটিকায় বাদীর ছোট ভাই তার পাশ্ববর্তী ভাতিজা মিনহাজের ঘর থেকে গলায় গুঙরানোর আওয়াজ শুনতে পায়।তাৎক্ষণিক তিনি বাড়ীর সকলকে ডেকে তুলে মিনহাজের ভিতর থেকে বন্ধ করা ঘরের দরজায় ডাকাডাকি করতে থাকেন।কয়েক মিনিট পর পুত্রবধূ মনিরা দরজা খুললে মিনহাজকে কম্বলদিয়ে মোড়ানো গলায় ও পায়ে ওড়না দিয়ে পেঁচানো মুমূর্ষু অবস্থায় তারা তাকে উদ্ধার করে।তারপর রুমের অন্যান্য দরজা ভিতর থেকে লাগানো থাকায় মিনহাজের ছোটভাই দেয়াল টপকে ভিতরে গিয়ে দরজা খুললে সকলে খোঁজাখুজি করে।এক পর্যায়ে অব্যবহারিত একটি রান্না ঘরের চুলার চিমনি হতে কথিত সেই প্রেমিককে আটক করে পুলিশে খরব দেয়া হয়।খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রসূল মিয়ার নেতৃত্বে ঘটনাস্হলে এসে পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী (২৫) ও স্ত্রী মনিরাকে কে আটক করে পুলিশ । আটক ফেরদৌস চিকনাগোল ইউনিয়নের পশ্চিম ঠাঁকুরের মাটি এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের মাঝে পরকীয়ার বিষয়টি তারা পুলিশের কাছে স্বীকার করেছে।এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় প্রেমিক ফেরদৌস ও স্ত্রী মনিরাকে আসামি করে রাতেই মামলা দায়ের করা হয় , মামলা নং-২০। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, পরস্পর সহযোগিতায় ভিকটিমকে মারধর করে জখম করা হয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালানোর অভিযোগে আটক পরকীয়া প্রেমিক সহ আসামী স্ত্রী মনিরাকে বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আহত মিনহাজ উদ্দিনকে সুস্হ ও স্বাভাবিক করে তুলতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্য