১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেবীদ্বারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা। পুকুরে গোসল করতে গিয়ে সাতকানিয়ায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ ৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পেকুয়ায় বঙ্গোপসাগরের মোহনায় ডুবে শিশু নিখোঁজ শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান ও মোরগের লড়াই খেলা অনুষ্ঠিত শিবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ   কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ কাঁকড়া জব্দ
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> শিক্ষা >> শীর্ষ সংবাদ >> সিলেট >> সিলেট >> সোস্যাল মিডিয়া
  • জৈন্তাপুরে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম আয়োজিত কৃর্তি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।
  • জৈন্তাপুরে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম আয়োজিত কৃর্তি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

    জৈন্তাপুরে ” ছিকন্দর আলি শিক্ষা ফোরাম ” এর ব্যবস্হাপনায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া মেধাবী কৃতিশিক্ষার্থীদের মাঝে উৎসাহ পুরস্কার প্রদান ও তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৯ই সেপ্টেম্বর ( শনিবার) বেলা ১১ ঘটিকায় উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসায় অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হযরত মাওলানা শেখ আবু হানিফ (হাঃফিঃ)।উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যপ্রাচ্য,ইউরোপ, আমেরিকা প্রবাসীদের স্পন্সরে ও সার্বিক সহোযোগিতায় অনুষ্ঠিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় ও হাফিজ আবদুল্লাহ আল মাসুদের কোরাআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরবস্ত বাজার জামে মসজিদের বর্ষীয়ান ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান (হাঃফিঃ) ও হেমু মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি শেখ রফিকুল ইসলাম (হাঃফিঃ)অনুষ্ঠানে মূল প্রবন্ধ বক্তব্য উপস্হাপন করেন ছিকান্দর আলি শিক্ষা ফোরামের অন্যতম সংগঠক হযরত মাওলানা মোহাম্মদ মুজম্মিল আলি (হাঃফিঃ)। অনুষ্ঠানে ইবতেদাইয়্যাহ্,মুতাওয়াসসিতাহ্ এবং হিফজ সমাপনি বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২০ জন পরীক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগত অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।এসময় বক্তারা বলেন, জৈন্তাপুরে শিক্ষা বিস্তারে এক আলোকবর্তিতার নাম মরহুম ছিকান্দর আলি। জৈন্তার পুরোনো মানুষ যাকে সেক্রেটারি সাহেব নামে চিনতো। কৃর্তিমান এই ব্যাক্তির দূরদর্শী শিক্ষা বিস্তারের স্বপ্ন উপজেলার সর্বমহলে প্রশংসনীয়। তার রেখে যাওয়া অবদানের অন্যতম সাক্ষী জৈন্তা ডিগ্রি কলেজ ও দরবস্ত সেন্ট্রাল জৈন্তা স্কুলের মত অসংখ্য ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান।প্রতিবছর বিভিন্ন সময়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার পরিবেশ সুষ্ঠু করণে অবকাঠামোগত উন্নয়ণ করে আসছে এই সংগঠনটি।বক্তারা অনুষ্ঠানটি মেধাবী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহ পুরস্কার প্রদানে আলাদা প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। তারা বলেন মহান এই কৃর্তিমান পুরুষ শুয়ে আছেন দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে। আজ ছিকান্দর আলি শিক্ষা ফোরাম ক্বওমি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মূল্যায়িত করায় পরিবারের সদস্যরা এখন তাদের সন্তানদের মাদ্রাসাতে পড়াতে উৎসাহ বাড়বে।তারা মরহুম ছিকান্দর আলির সুযোগ্য সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ ফয়েজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,উক্তো ফোরামে অতীতের সব কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছেন তার পুত্র প্রবাসী ফয়েজ আহমেদ।সেই সাথে মরহুম ছিকান্দর আলির পরিবারের সকল সদস্যবৃন্দ ও সুভানুদ্ধায়ীদের এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।পরে দেশ ও রাষ্ট্রের কল্যানে বিদেশে কর্মরত সকল প্রবাসীদের প্রতি যারা এই শিক্ষা ফোরামের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানান।পুরস্কার বিতরণ শেষে মরহুম ছিকান্দর আলির রূহের মাগফিরাত কামনা ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও শেষে শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অলিউর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, গর্দনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সাবেক ইউপি সদস্য ময়নুল ইসলাম, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন,সৌদি প্রবাসী ইমরান আহমেদ, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, কাতার প্রবাসী মো আয়াত উল্লাহ,মুফতি আফতাব উদ্দিন,মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ ও মরহুম ছিকান্দর আলির কনিষ্ঠ পুত্র হাফিজ তোফায়েল আহমেদ সহ বিভিন্ন মাদ্রাসা হতে আগত শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page