সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শোকাবহ ১৫ ই আগষ্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা আগষ্ট ( বৃহস্পতিবার) বিকেল তিন ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ও স্বাধীন বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৭৫ এর ১৫ ই আগষ্ট নিঃসংস্ব ভাবে হত্যার ফলে সেদিনের বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত শহীদের স্বরণে আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন সহ সেইদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোকরেলি ও আলোচনা সভার প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামী ৫ই আগষ্ট বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী পালন এবং ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আ রশিদ,কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান,শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো জুলহাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা তুষার পাল,বিয়াম ডা কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, যুবলীগ নেতা ইমরান আহমেদ দুলাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ অন্যান্যরা।
মন্তব্য