২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা রাজশাহীতে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান বাকলিয়ায় আটক
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> দেশজুড়ে >> বাগেরহাট >> রাজনীতি >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • জিয়া স্বাধীনতার ঘোষক নন, পাঠক মাত্র শোক সভায় কেসিসি মেয়র
  • জিয়া স্বাধীনতার ঘোষক নন, পাঠক মাত্র শোক সভায় কেসিসি মেয়র

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

    খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, পাঠক। তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন মাত্র। কিন্তু জিয়ার লোকজন সেটির ভুল ব্যাখ্যা দিয়ে পাঠকের জায়গায় ঘোষক হিসেবে প্রচার করে ইতিহাসের মিথ্যাচার করে আসছেন। শুক্রবার (১৮ আগষ্ট)বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোংলাপোর্ট পৌরসভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক আরো বলেন, খুলনা-মোংলা রেললাইন ও মাওয়া থেকে মোংলা বন্দর পর্যন্ত ছয়লেনের রাস্তার কাজ চলছে জোরেশোরে। এ কাজ শেষ হলে মোংলা বন্দরের কর্মচাঞ্চ্যলতা আরো বেড়ে যাবে। বিএনপি-জামায়াতের আমলের মৃত মোংলা বন্দর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এ বন্দর এখন ঘুরে দাঁড়িয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নিবার্চনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। এছাড়া বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা রাজপথে থেকে মোকাবেলার জন্য স্থানীয় নেতা-কমীর্দের রাজনীতির মাঠ দখলে রাখার নিদের্শ দেন। জাতীয় শোক দিবসের শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান সিদ্দিকী, কৃষকলীগ নেতা এম ইদ্রিস ইমন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও যুবলীগ নেতা সবুজ হাওলাদারসহ অন্যান্যরা। শোক সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। শোক সভা ও দোয়া শেষে সকলের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। শোক সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page