৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি।প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ তাহিরপুর টিটিসি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা  “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১ পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩হাজার ইয়াবা সহ ৩জন গ্রেফতার রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • জাতীয় >> গাজীপুর >> জীবন গল্প >> ঢাকা >> দেশজুড়ে >> নারায়ণগঞ্জ
  • জায়গা জমি নিয়ে বিরুদের জেরে চাচার মাথা কুপিয়ে জখম করল ভাতিজি
  • জায়গা জমি নিয়ে বিরুদের জেরে চাচার মাথা কুপিয়ে জখম করল ভাতিজি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কাপাসিয়া প্রতিনিধি (গাজীপুর)।

    গাজীপুরের কাপাসিয়া উপজেলা বারিষাব ইউনিয়নে গাওরার গ্রামের কাজল মিয়া নামক এক বয়োবৃদ্ধকে তার ভাতিজি ও সঙ্গীয় লোকজন দা দিয়ে কুপিয়ে যখম করেন।গত ২০-০৪-২০২৫ ইং রোজ রবিবার বিকাল অনুমান ৩:৩০ মিনিটের সময় কলা বাগান থেকে বিবাদী গন কলা কাটিয়া নিয়া যায়। আমি মোঃ কাজল মিয়া, বাধা দিতে গেলে আমার উপর দা দিয়ে প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতারি কুপাতে থাকে। আমি কোন উপায়ন্ত না পেয়ে ডাক চিৎকার করিলে এলাকার লোকজন এসে প্রায় মৃত অবস্থায় আমাকে ও আমার স্ত্রী রীনা বেগমকে উদ্ধার করে।এ বিষয়ে কাপাসিয়া থানায় ৬(ছয়) জনকে আসামি করে কাজল মিয়ার স্ত্রী মোসাঃ রীনা বেগম, বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোক্তরা হল, ১। মোসাঃ স্বৃতি আক্তার(৩৩), স্বামী মোঃ কবীর হোসেন, ২। মোসাঃ আকলিমা বেগম(৩৭),স্বামী মোঃ হারুন মিয়া , ৩। মোসাঃ রহিমা খাতুন(৩০), স্বামী মোঃ মামুন হোসেন,১,২,৩ নং আসামী সকলের সাং গাঁওরার,পোঃ ভেরার চালা, ৪। মোঃ হারুন মিয়া(৪৫) পিতা মৃত আঃ মফিজউদ্দিন সাং সিঙ্গুয়া (কাজীবাড়ি) পোঃ সিঙ্গুয়া ৫।মোঃ শহীদুল্লাহ (৬২) পিতা মৃত রহমত উল্লাহ,৬। মোঃ বদরুল আলম (৬৫) পিতা মৃত সুবেদ আলী ৫,৬ নং উবয়ই সাং গাঁওরার পোঃ ভেরারচালা,থানা কাপাসিয়া, গাজীপুর।জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়া বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ আমার ও আমার স্বামীর সাথে ঘোর শত্রুতা পোষন করিয়া আসিতে ছিল।বিবাদী গণদের বিরুদ্ধে অনেক দিন যাবৎ শত্রু থাকায় আমরা ভয়ে দিনরাত কাটাতাম। তারা ১,২ ও ৩নং বিবাদীগন আমার স্বামীর বড় ভাইয়ের সন্তান এবং ৪, ৫ ও ৬ নং বিবাদীগণ আমার স্বামীর চাচাত ভাই। পৈতৃক সম্পত্তি নিয়া বিবাদীগণ অন্যায় জবর দখলের অপচেষ্টায় লিপ্ত। বিবাদীগণ প্রায় সময়ই আমাদের বসত বাড়ির পূর্ব পার্শ্বে ৫নং বিবাদীর বাড়ি সংলগ্ন আমার স্বামীর পৈতৃক জমিতে আমাদের রোপিত কলা বাগান হইতে কলার ছরি কাটিয়া নিয়া যায়। ইহার জের ধরিয়া ঘটনার সূত্রপাত।আমার স্বামী উপরোক্ত কলাবাগান দেখভাল করার সময় বিবাদীগণ সহ তাদের সঙ্গীয় আরও অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীরা ধারালো দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড সহ দেশীয় অন্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া আমাদের উপরোক্ত কলাবাগানের উত্তর পার্শ্ব দিয়া জমিতে অনধিকার প্রবেশ করিয়া ১নং বিবাদী আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে। আমার স্বামী ন্যায় সঙ্গত প্রতিবাদ করিলে ১নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর মাথায় কোপ দিলে কোপটি আমার স্বামীর মাথার সম্মুখ ভাবে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় এবং আমার স্বামীর মাথা হইতে অনরগল রক্ত ঝরতে থাকলে আমার স্বামী কলা ক্ষেতে রক্তাক্ত অবস্থায় লুটাইয়া পড়িলে আমার স্বামীর মৃত্যু নিশ্চিত করার জন্য ২নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়া স্বামীর মাথায় কোপ দিলে কোপটি স্বামীর মাথার মধ্যখানে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় এবং ৩নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়া আমার স্বামীর মাথার মধ্যখানে কোপ দিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ৪, ৫ ও ৬নং বিবাদীদ্বয়ের হাতে থাকা লোহার রড দিয়া স্বামীর পিঠে, কোমড়ে সহ শরীরের অন্যান্য স্থানে এলোপাথারী বাইরাইয়া নীলাফুলা জখম করে ।আমার স্বামীর ডাক-চিৎকার শুনিয়া আমি বাড়ি হইতে দৌড়াইয়া উক্ত কলা ক্ষেতে যাইয়া বিবাদীদের কবল হইতে স্বামীকে রক্তাক্ত অবস্থায় রক্ষার চেষ্টা করিলে ৫নং বিবাদী আমার চুলের মুঠি ধরিয়া টানা হেঁচড়া করে পরিহিত শাড়ি কাপড় ছিঁড়ে শ্লীলতাহানী ঘটায় এবং আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে দুইহাতে আমার গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে এবং ১নং বিবাদী এই বলিয়া হুমকি প্রদান করেযে, এই ঘটনায় আমরা যদি আইনের আশ্রয় নেই তবে আমাকে সহ আমার স্বামীকে ও আমাদের একমাত্র ছেলেকে হত্যা করে আমাদের বসত বাড়ি সহ উক্ত কলা ক্ষেত জবর দখল করিবে।আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ এই বলিয়া হুমকি প্রদানকরে যে, আজ লোকজন চলে আসায় জীবনে বাঁচিয়া গেলি, আবারও সুযোগমত পাইলে তুদের খুন করে ফেলব বলে হুমকি দিয়া চলিয়া যায়। আমি লোকজনের সহায়তায় আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দ্রুত অটো রিক্সা যোগে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করি, যার রেজি:নং-২৮৮১/৪৫০, তাং-২০/৪/২৫ইং।

    মন্তব্য

    আরও পড়ুন

    ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা।
    নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল
    দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা 
    সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
    কক্সবাজার ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
    ইয়াবাকান্ডে সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‍্যাবে গণবদলি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    গ্রাম পুলিশকে নিরপেক্ষভাবে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান – জেলা প্রশাসক

    You cannot copy content of this page