সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
আগামী ১৫ই আগষ্ট ২০২৩ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস। সারা দেশে রাষ্ট্রিয় ভাবে প্রতি বছরের ন্যায় পালিত হবে জাতীয় শোকদিবস ২০২৩ এর কর্মসূচি।জৈন্তাপুরে সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসন আয়োজিত শোকদিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক রেলি, আলোচনা সভা ও মিলাদ দোআ মাহফিলের অনুষ্ঠিত হবে।এদিকে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ই আগষ্ট বুধবার বেলা ২ ঘটিকার সময় জৈন্তাপুর ঐতিহাসিক ইরাদেবী মিলনায়তন প্রাঙ্গনে।উক্তো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট -২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা বারের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন সহ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।এদিকে ১৬ই আগষ্টের শোকরেলি ও আলোচনা সভাকে সামনে রেখে এবং সভাকে সফল ও সার্থক করার উদ্দেশ্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দের শোকরেলিতে অংশ নিতে নির্ধারিত সময়ে অনুষ্ঠান স্হলে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি।
মন্তব্য