আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ইউএনও ফাতেমা-তুজ-জোহরা শেষ কর্ম দিবস আজ তাকে পদোন্নতি জনতা কারণে বদলি করা হয়েছে,তাকে উপজেলার সরকারি বেসরকারি অধিকাংশ দপ্তর থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে,উনার ওনার কর্মের কৃতিত্বের ফসল গুলো সাতকানিয়ায় বিরল ইতিহাস হয়ে থাকবে ৷ এ বিষয়ে ইউএনও ফাতেমা তু জোহরা তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান প্রিয়,সাতকানিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আজ আমার শেষ কর্মদিবস ছিল। দীর্ঘ ২ বছর ১১ দিন আপনাদের উপজেলায় আমার বিচরণ ছিল। অত্যন্ত সংবেদনশীল সময়ে আমি সাতকানিয়ায় যোগদান করি। চেষ্টা করেছি সকল বাধা অতিক্রম করে আপনাদের দ্বারে সরকারি সেবা পৌছে দিতে। এ সময়টুকুতে আমি সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি। আমার পক্ষ থেকেও চেষ্টা ছিল সাতকানিয়াকে নিজের মত করে আগলে রাখা। তাই সুদীর্ঘ এ সময়টুকুর প্রতিটি মুহূর্ত আমি নিজেকে সাতকানিয়ারই একজন মানুষ হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনে পিছপা হই নি। কার্যক্ষেত্রে আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমি আমার কর্ম আর যোগ্যতাবলেই আপনাদের মাঝে আমার স্মৃতিটুকু অম্লান রেখে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে দেশ সেবার ব্রত নিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি। সবার প্রতি আবারো কৃতজ্ঞতা।।
মন্তব্য