মোছাং সুরাইয়া আক্তার মাহি
বালুয়াহাট উচ্চ বিদ্যালয়,
সোনাতলা, বগুড়া।
শ্রেনী নবম রোল(০৫)
ছোট্ট মেয়ের মন
স্বপ্নে ভরা আকাশ জ্বলজ্বল
বড় হয়ে ডাক্তার হবে
পড়বে বই মনে বড়ো আশা।
খেলাধুলায় মেতে থাকে
বন্ধুদের সাথে মেতে করে আড্ডা
বাল্যবিবাহের শৃঙ্খলা
দেয় না তাকে স্বস্তি।
বাল্যবিবাহ মানে জীবনে দুঃখ
ছিনিয়ে নেয় স্বপ্ন ময় হাসি
শিশু হবে বড়ো হবে না কাহিনী
পথচলতে বই পড়তে ভালোবাসি।
মেয়ের আধিকার পাবে সবখানে
গাইবে মনখুলে শৈশবের গান
শিক্ষা খেলা ধুলায় হবে রঙিন জীবন
বলি সবাই বাল্যবিবাহ আর নয়।
শিশুরা পড়ুক খেলুক আনন্দ করুক
জীবন হোক আলোকিত মধুময়
বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ গড়ি
ছোট্ট মেয়ের স্বপ্ন পূরন করি।
মন্তব্য