আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের নজর এড়াতে শিয়াল পন্ডিত বালু খেকোরা অভিনব পদ্ধতি অবলম্বন করে গভীর রাতে সরকারি সম্পদ বালু পাচারে মেতে উঠেন। ভোর অবধি তাদের কাজ সাঙ্গ করে শটকে পড়েন। বিষয়টি সরকারি সম্পদ রক্ষায় একাাট্টা উপজেলা প্রশাসনের নজরে এলে তিনি গোপনে নজরদারি বাড়িয়ে দেন। অবশেষে এ চৌকস উপজেলা প্রশাসনের বেড়াজালে ধৃত হন ২ জন অবৈধ বালু পাচারকারি যুবক। এ যেন চোরের দশ দিন গৃহস্থের এক দিন । শনিবার ভোর রাতে উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ি মধুপুর ফুলবাড়ি গুচ্ছগ্রাম নামক স্থানে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই গ্রাম সংলগ্ন চারালকাটা নদী থেকে অবৈধভাবে বালু পাচারের সময় ভোর রাতে উপজেলা প্রশাসন দলবল নিয়ে অতর্কিতভাবে হানা দিয়ে ২ জন যুবককে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ২ জন যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন,নিতাই পানিয়াল পুকুর শাহ্ পাড়া গ্রামের আজাদুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৪), পানিয়াল পুকুর চাঁনসা পাড়া গ্রামের কালা মামুদের ছেলে লিয়াদ (২১)। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা কারদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য