নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুল হক মেম্বারের উপর দৃস্কৃতিকারী কর্তৃক হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ীবৃন্দ ছয়ঘন্টা দোকানপাট বন্ধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল এগারটায় দোভাষীবাজার শহীদ মিনার এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল দোভাষীবাজার থেকে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল গেট হয়ে লিচুবাগান ফেরীঘাট প্রদক্ষিণ করে আবারো দোভাষীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ এরশাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোক্তার হোসেন, আজাদ, মোহাম্মদ অদুদ প্রমুখ।











মন্তব্য