মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশে দুর্ণীতি দমন কমিশন দুদক এর সহযোগিতায় চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগষ্ট) সকালে উপজেলা সদরস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি ) জিমরান মোহাম্মদ সায়েক।সাধারণ সম্পাদক আরশাদ উল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সদস্য যথাক্রমে অধ্যাপক এয়াকুব নবী, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম জাহি, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, শিক্ষক রফিক আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির মূল উদ্দেশ্য হলো জনগনের মাঝে দুর্ণীতিমুক্ত থাকতে সচেতনতা সৃষ্টি করা ও ছাত্র ছাত্রীদের দুর্নীতিমুক্ত এবং সু নাগরিক হিসাবে গড়ে তোলা। সভা শেষে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে কাশেম মাহবুব, গাছবাড়ীয়া নিত্যানন্দ, ফাতেমা জিন্নাহ এবং জোয়ারা উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোরে শিক্ষা সামগ্রী বিতরণ ও পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য