নিউজ ডেস্ক।।। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় একরাতে পাঁচটি দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে। স্থানীয় জনতার সহায়তায় তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ চুরির ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় স্বর্ণের দোকানির বাদী হয়ে চন্দনাইশ থানায় চুরি মামলা দায়ের করেন।আটকরা হলেন মো. শাহ আলম (৪৫), মো. রাসেল (২৪) ও মো. সিফাত (১৯)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, রাত সাড়ে ১২টা থেকে ৪টার মধ্যে ফারুকী মার্কেট, চৌধুরী কমপ্লেক্স, খান টেলিকম ও মোবাইল সার্ভিসিং সেন্টার, জম জম ফার্মেসি ও পান সুপারীর দোকানে চুরি সংঘটিত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মন্তব্য