মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন তারা।
এসময় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব যাতে নিরাপদ ও নির্বিঘ্নে সমাপ্ত হয় তার জন্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছে উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনীসহ সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছে।
পূজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
মন্তব্য