নিজস্ব প্রতিবেদক
অদ্য ২৩.০৭.২০২৩ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে “সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’’ এর শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ বিপিএম মহোদয়। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষ যেমন সুফল পাচ্ছে, তেমনি এর অপব্যবহারও হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাইবার অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত হয়েছে “সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুদীপ্ত সরকার পিপিএমসহ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য