৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> ব্যবসা ও বানিজ্য
  • চট্টগ্রামে তরমুজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের অভিযান
  • চট্টগ্রামে তরমুজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের অভিযান

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেস্ক>>> চট্টগ্রাম ফিরিঙ্গিবাজারে সোমবার ১৮ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে বিকেল ৩ ঘটিকার সময়, পবিত্র রমজান মাসে তরমুজের দাম বৃদ্ধি হওয়ায় মাঠে নেমেছে জেলা প্রশাসন।নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ নগরের কোতয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এ তরমুজের পাইকারি আড়তগুলোতে তরমুজের ক্রয় বিক্রয় রশিদ,মূল্যতালিকা ও রেজিস্টার খতিয়ে দেখা হয়।এসময় উপস্থিত কৃষক এবং আড়ত মালিকের দেয়া তথ্য অনুযায়ী হিসাব করে দেখা হয় গড়ে প্রতি ১০০ তরমুজ এর উৎপাদন খরচ ১০ হাজার টাকার কাছাকাছি।সেখানে উৎপাদন পর্যায়েই তরমুজগুলো গড়ে ১৫ হাজার এবং পাইকারি পর্যায়ে ২০ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতিটি তরমুজের উৎপাদন খরচ ১০০ টাকা হলেও সেগুলো আড়তে ২০০ টাকার উপরে বিক্রি হচ্ছে।সর্বোচ্চ ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্য মতে তরমুজপ্রতি (৫-৭ কেজি) উৎপাদন খরচ প্রায় ৩৫-৪০ টাকা।কৃষক সাধারণত বিক্রি করছেন ৮৫-১০০ টাকা।এর সাথে পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হয়ে সর্বোচ্চ দাম হতে পারে ১২০ থেকে ১৪০ টাকা।কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ লাভের বিধান রয়েছে।এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয় এবং ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত আছে।চিনি,চাল, এলাচ,সেমাই,খেজুর,তরমুজসহ বিভিন্ন পণ্যের পাইকারি বাজারে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে।ভেজালবিরোধী অভিযান চলমান রয়েছে।আমাদের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত বাজার তদারকি করছেন।কোন ভাবেই বাজারকে অস্থিতিশীল করা যাবে না।” জেলা প্রশাসন এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত, সহকারী কৃষি বিপণন কর্মকর্তা জনাব আবু বকর এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page