চকরিয়ায় র্যাব-১৫ এর একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌরসভারস্থ বাটাখালী মাষ্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতাকারীদের নিকট অস্ত্র সরবরাহকারী শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা (৪৪), পিতা-ফজলুল হক, সাং-বাটাখালি (মাস্টারপাড়া), ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, স্থায়ী ঠিকানা-সাং-মোহাম্মদ শাহঘোনা, কালামারছাড়া, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় দেশীয় তৈরী ০২টি ওয়ানশুটারগান, ০১টি এলজি, ০১টি ধারালো চাকু এবং ০৫টি সিগন্যাল বাতি’।
র্যাব-১৫ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতাকারীরা তার মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে। গ্রেফতারকৃত আসামী অস্ত্রের চাহিদা পাওয়ার পর সে বিভিন্ন অস্ত্রের কারিগরদের নিকট থেকে অস্ত্র সংগ্রহ করতো এবং তার নিজের দু’জন কারিগর রয়েছে তাদের মাধ্যমে অস্ত্র তৈরি করে নাশকতাকারীদেরকে ১৫ থেকে ২০ হাজার টাকা অর্থের বিনিময়ে এই অ*স্ত্রগুলো সরবরাহ করতো। সে ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক অ*স্ত্র নাশকতাকারীদের নিকট সরবরাহ করেছে বলে স্বীকার করে।
মন্তব্য