নিজস্ব প্রতিবেদক।।কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী সেগুনবাগিচা এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলা গুরুতর আহত হয়েছেন সৌদি ফেরত প্রবাসী হাফেজ আবুল কালাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ ঘটিকার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায়।ঘটনার বিবরণ ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, টেকনাফ সদরের ডেইলপাড়া এলাকার মৃত আবু জাফরের পুত্র সৌদি ফেরত প্রবাসী হাফেজ আবুল কালাম গত শুক্রবার রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়াড়ের সেগুনবাগিচা এলাকায় পাওনা টাকা চাইতে গেলে নুরুল আবচার, ছাদেক হোসেন, হুমায়রা, আসিফ, সানজিদা বেগম ও নুরুল আলম ওসমানীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি আংটি ছিনিয়ে নিয়ে যায় । পরে তার আত্মচিৎকারে এলাকার মেম্বার এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা যায়।।
মন্তব্য