মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার দুপুরের জোয়ারে পশুরসহ সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।এতে করে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলসহ বনের বিভিন্ন জায়গা অন্তত ৪ ফুট পানির নীচে তলিয়ে গেছে।করমজল বন্যপ্রাণী কেন্দ্রের ইনচার্জ ফরেষ্টার আজাদ কবির দুপুরে জানান,জোয়ারে স্বাভাবিকের চেয়ে পশুর নদীতে অন্তত ৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে করমজলের অভ্যন্তরে ৪ ফুট পানিতে তলিয়ে যায়।এ সময় দমকা বাতাসের সাথে নদীতে প্রচন্ড ঢেউ অনুভূত হতে থাকে।তিনি আরো জানান, বিপদ সংকেত জারির পর পূর্ব সুন্দরবন বিভাগের প্রতিটি ষ্টেশনসহ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা ও বনরক্ষকীদের নিরাপদে আশ্রয় নিয়েছে।করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের বণ্যপ্রাণীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনের বিভিন্ন জায়গা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তবে বন্যপ্রাণী কি অবস্থায় রয়েছে তা জানা যায়নি।
মন্তব্য