নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির জোয়ানেরা চিকন পাতা বাগান এলাকা পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।বুধবার দিবাগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে উল্লেখিত এলাকায় অবস্থান নেন কক্সবাজার-৩৪ বিজিবি’র আওতাধীন ঘুমধুমের বাইশফাঁড়ী বিওপির একটি দল।সীমান্তের ওপার থেকে কিছু চোরাকারবারি পুটলী করে এপারে কিছু নিয়ে আসছিল।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পুটলিটি ফেলে পালিয়ে যায়।ওই পুটলি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি।
কক্সবাজার -৩৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ফারুক হোসেন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,আগে থেকেই খবর ছিল চিকন পাতা বাগান দিয়ে ইয়াবার চালান আসছে।তাই ওখানে বাইশফাঁড়ী বিওপির জোয়ানেরা অবস্থান নিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন।
মন্তব্য