আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহার আর মাত্র দুইদিন বাকি। ঈদকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় ইতোমধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।বিশেষ করে ঈদ বাজার’কে ঘিরে সাতকানিয়া থানার (ওসি) ইয়াসিন আরাফাত
সাতকানিয়া উপজেলার সকল হাটবাজারে যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে যানবাহন কোন ভাবেই থামতে দিচ্ছেনা পুলিশ। ফুটপাত দখলমুক্ত রাখা, নির্বিঘ্নে ঈদ বাজারে চলাচলের জন্য বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন (ওসি) ইয়াসির আরাফাত। এ সব কাজ মনিটরিং করাসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা মূলক ব্যবস্থা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করছেন তিনি।সাতকানিয়া উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসন ইতোমধ্যে সভা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি মাদক কারবারি, চুরি, ছিনতাইকারী চক্র, অজ্ঞান পার্টি, প্রতারক চক্রসহ দুষ্কৃতকারীদের রুখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে সব সময় কাজ করছেন। আইনের আওতায় আনা হবে ঈদকে ঘিরে মাথাচারা দিয়ে ওঠা অপরাধীদের।
সাতকানিয়া থানার (ওসি) ইয়াসিন আরাফাত জানান, পশুহাট, মার্কেট, ব্যবসা প্রধান এলাকাসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। আশা করি এবার ঈদে মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিত পারবো।
মন্তব্য