আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর শিশুদের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে শিক্ষার আলোয় আলোকিত করার নিমিত্তে বিদ্যালয় মুখী করা হয়েছে। সেই সাথে কিশোরগঞ্জকে ঘোষণা করা হয়েছে শিশু শ্রম মুক্ত উপজেলা । যার নেপথ্যে বাতিঘর হিসেবে যৌথভাবে কাজ করছে উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এরই অংশ হিসেবে উপজেলায় ঝুঁকিপূর্ণ শিশুদের স্বাভাবিক (আলোর পথে, ভালোর পথে) জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবারের মাঝে আয় বৃদ্ধিকরণ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৮সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ কার্যক্রমে ৬৯জন শিশু শিক্ষার্থী পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এ মহতি কার্যক্রমে প্রধান অতিথি ইউএনও প্রীতম সাহা শিক্ষার্থীদের পরিবারের মাঝে এ আর্থিক প্রণোদনা তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।,এপি ম্যানেজার সাগর ডি”কস্তা, প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন,জন কেনেডি ক্রুশ, সুরেশ রায় প্রমুখ। এছাড়াও ১৫ জন বেকার যুবককে আত্মস্বাবলম্বী করে গড়ে তুলতে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১মাসের ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ প্রদান করা হয়। যা এ প্রশিক্ষণপ্রাপ্তদের একই মঞ্চে তাদের মাঝে প্রশিক্ষণের সনদ ও ইলেকট্রিক যন্ত্রপাতির টুলবক্স প্রদান করা হয়। এসময় অন্ধকার জগৎ থেকে আলোর জগতের সহযাত্রী শিশু শিক্ষার্থী ও বেকার যুবকরা এমন সহযোগিতা পেয়ে তাদের চোখ- মুখে ফুটে উঠে খুশির ঝিলিক।
মন্তব্য