কবি:প্রিয়াংকা নিয়োগী,কোচবিহার,ভারত >>>
___________________
জিততে সবাই চায়,
মরিয়া হয়ে লেগে থাকে নিজের ইচ্ছেতে পৌছঁবে বলে,
হার-জিত সবেতেই,
যেনে রেখো জিততে হবেই।
সৎ আদর্শে নিজেকে ঘিরে,
জেতার প্রাণপন মনোভাব নিয়ে,
নিজের আকা পথে আটকে থাকতে হবে।
অনেকদূর পৌছঁতে হবে সবুজ খামে থেকে!
অলিন্দের কানে চেপে মুঠো স্বপ্ন হাতে নিয়ে,
মন শক্ত রেখে ফন্দি কষে জিততে যে হবেই।
নিজের জীবনকে নিজের বুঝে নিতে হবে,
নিজের জীবনকে সুস্থ এবং ভালো রাখার দায়িত্বে অটুট থাকতে হবে।
হাজার বাধাঁকে বুদ্ধি করে সড়িয়ে দিয়ে,
ষড়যন্ত্র নামক বিষয়কে ছাতু করে ফু দিয়ে উড়িয়ে দিয়ে,
মনোভাব রাখতে হবে অদম্য মনোভাবের,
ইতিবাচক কাজের মাধ্যমে পৌছঁতে হবে নিজের গন্তব্যে,
দিন শেষে তুমিই চ্যাম্পিয়ন।











মন্তব্য