কলমে- জান্নাতুল আরেফ চৌধুরী মিথিলা >>>
আধারী মায়াবী এ পৃথিবীর মোহনীয় এই শুন্যতা তুমি আসবে বলে পাবো কি স্বপ্নের পূর্ণতা?
তুমিবিহীন আমার পৃথিবী অন্ধকার আমার কল্পনার রাজ্যে তুমিই অসীম ভালোবাসার যোগ্য
আমি বেচেঁ আছি শুধু তোমার অনুপ্রেরণার জন্য।
তোমার দিকে তাকিয়েই পার করে দিতে পারি সারাটা জীবন
এত দেখি তবুও যেন চোখ জুড়েনা, মন শান্ত হয়না
কেবল মনেহয়, ভালোমত তো দেখতেই পারলাম না।
তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারিনা
তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা জান আমাকে ছেড়ে তুমি কথাও যেওনা জান
কথা দাও যাবেনা কোথাও আমাকে ছেড়ে।
মনের গভীরে ভালবাসায় সিক্ত করে তোমার কোলে শুয়ে রঙ্গিন সুখের স্বপ্ন দেখতে চাই জান
আর তোমার কানে কানে এটাই বলেতে চাই,জান, আমি তোমাকে ভালবাসি।
মন্তব্য