কবি ও লেখক সৈয়দা রুবীনা চাঁপাইনবাবগঞ্জ
ওরে রসপিপাসূ পুরুষ! তোরা শিশু – মাঝবয়সী – বুড়ী
কাউকেও ছাড়িস না ; সব নারীরাই তোর কাছে কুড়ি !
তোরা রিপুর তাড়নায় নয় তোরা রস পান করিস হায়েনা
অবুঝ ছয় মাসের শিশুকে করিস ধর্ষন, তোরা মানুষ না ;
এদেরকে ধরে ওদের কামরিপুটা ছিঁড়ে ফেলুন আগে
এরপর আগুলগুলো আর কান কেটে লাগিয়ে দিন ট্যাগে।
মন্তব্য