কলমে নাজিয়া আফরিন >>>
…………….……….………………..
আমাকে কেউ এমনভাবে ভালোবাসেনি,
যেমন বুকের ওমের ভেতর লুকিয়ে রাখে।
আমাকে ওমন করে কেউ ভালোবাসেনি,
যেমন করে পাগলী মাও সন্তান টাকে আগলে রাখে।
আমাকে এমনিভাবে কেউ ভালোবাসেনি,
যেমন করে আমার মরণ স্মরণ করে কাঁদবে কেহ ডুকরে উঠে। এমন করে কেউ কখনো বাসলো না ভালো,আধাঁর যেমন দৌড়ে পালায় ছোঁয়া পেলে উজল আলো।হাড় কাঁপানো শীতের রাতে বর্ষা ভিজে উনুন খোঁজে,জীবন যেমন আলিঙ্গনে আগলে রাখে গভীরভাবে মৃত্যুটাকে।
এমন কেউ বাসলো না ভালো, মারা যাবার সাথে সাথেই,কবর পাশে বসেই রবে, হাসনাহেনা লাগিয়ে দিবে নিজ হাতেতে, নিজ হাতেতে।
এমনি করেই কেউ কখনও বাসেনিতো, এত্তো ভালো,নিজের জীবন উজার করে আমায় দিবে প্রেমের আলো।কেউ কোনদিন একটুখানিও কাঁদলো নাতো বুক চাপড়ে,কেউ কোনদিন একটিবারও খুঁজলো নারে ধরা হাতরে।এমন করে বাসতো যদি কেউ কখনো প্রার্থনাতে,গভীর রাতে আঁধার ঘরে জায়নামাজে অশ্রুচোখে।সব খারাপের ভুলগুলোকে একপাশেতে সরিয়ে রেখে কেউ কোনদিন এই হৃদয়ের হীরে-মানিক খুঁজলো না যে।এই অধমে সৃষ্টি করে, জলে, ফলে বাঁচতে দিয়ে,যিনি মালিক দয়ার সাগর তারি তরে অশ্রু মুছে সেজদা দিয়ে মালিক খোদা, চাইছি ক্ষমা তোমার কাছে,তুমি ছাড়া এমন ভালো বাসবে না কেউ এই জগতে, বাসবে না কেউ এই জগতে
মন্তব্য