সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।
মাত্র একদিনের ব্যবধানে ফের বিদেশী মদের বড় চালান আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে ৪৫ বোতল
মদ সহ নাসির উদ্দিন নামক এক যুবককে আটকের পর শনিবার সকালে ১৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।পুলিশ সূত্রে জানা যায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর দিকনির্দেশনায় শনিবার (২৮শে অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ ঘটিকায় অভিযানে নামে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ফেরীঘাট নামক স্হানে সিলেট তামাবিল মহাসড়কে একটি নাম্বার প্লেটবিহীন সিএনজিকে ধাওয়া করে পুলিশ।পুলিশের ধাওয়া খেয়ে কিছুদূর গিয়ে সিএনজিটি রেখে চালক ও মাদককারবারি দ্রূত পালিয়ে যায়। এসময় পুলিশ সিএনজিতে থাকা তিনটা চটের বস্তায় ভরে রাখা মদের বোতলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্বার হওয়া ১৮০ বোতল মদের মধ্যে ১৪০ বোতল অফিসার চয়েস ও ৪০ বোতল সিগনেচার ব্লু ব্রান্ডের বিদেশি মদ ছিলো।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক উপজেলায় মাদক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ১৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রকৃয়াধীন। সেই সাথে মাদক কারবারে জড়ীতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য