কলমে ঃ-নাজিম উদ্দিন >>>
মাছ খাও কাঁটা বেছে
গলায় বিঁধলে কষ্ট মিছে।
বন্ধুত্ত করো মন দেখে
বিপদে যাবে একা রেখে।
ভালোবাসো পরখ করে
কাঁদতে হবে জীবন ভরে।
সংসার করো ভেবে চিন্তে
বৃদ্ধ হলে নাহয় কাঁদতে।
সঞ্চয় করো নিজের জন্য
বৃদ্ধ কালে সবাই অন্য।
শেষ বয়সে সুখে রবে
সঞ্চয় যদি থাকে তবে।
রাজনীতি যদি করো
মেনুফেষ্টো আগে পড়ো।
রাজনীতি করা ভালো
সমাজে যদি জ্বালো আলো।
আমার কথা বলে গেলাম
সবাইকে দিয়ে সালাম।
***********************
মন্তব্য