নিউজ ডেক্স >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, একটি উন্নত রাষ্ট্র গড়তে শুধুমাত্র সরকার কিংবা সাধারণ জনগণের একক চেষ্টা যথেষ্ট নয়, চিকিৎসকরা তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নতির পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে চিকিৎসা খাতে যেসব দুর্নীতি ও অচলাবস্থা তৈরি হয়েছে, তা দূর করতে হবে এবং দেশীয় চিকিৎসা সেবায় আরো উন্নতি করতে হবে।তিনি বলেন, দেশের সামাজিক ও স্বাস্থ্য সেবা খাতের উন্নতি নিশ্চিত করতে চিকিৎসকদের অবদান রয়েছে। তাঁরা শুধু শারীরিক স্বাস্থ্য সেবা প্রদান করেন না, বরং সমাজে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।রোববার (১৩ এপ্রিল) বিএমএ হলরুমে এনডিএফ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এনডিএফ এর সভাপতি ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি, চট্টগ্রাম -২ সংসদীয় আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, ডা. মুহাম্মদ রেজাউল, ডা. মুহাম্মদ ইউসুফ, ডা. মুহাম্মদ সেলিম, ডা. কামাল উদ্দিন, ডা. মুহাম্মদ ইকবাল, ডা. ইরফান চৌধুরী প্রমুখ।বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে চিকিৎসক সমাজের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, চিকিৎসকরা শুধু রোগমুক্তি দিতে নয়, বরং একটি জাতিকে সঠিক পথ দেখানোর দায়িত্বও পালন করেন। জামায়াতে ইসলামী যে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে চায়, সেখানে চিকিৎসকদের বড় ভূমিকা থাকবে।
মন্তব্য