“উদ্যমী”
সুমন মোঃ মহি উদ্দীন জয়
যার মনটা থাকে পাঠে
সে,খুব দ্রুত পায়েই
বিদ্যালয়ের দিকে হাঁটে,
আর,
যার মন বসেনা পাঠে
মাদকে সে আসক্ত হয়েই
ঘুরবে রাস্তা ঘাটে।যে,ঘরে বসে হোক বা
শ্রেণীকক্ষে হোক
বই পুস্তক গাঁটে,
সে,তেমন কিছু নাইবা করুক
কোনো একটা ব্যবসা হলেও
দাঁড় করাবে হাটে।যেই কৃষক তার ফসলি
জমিতে খাটে,
কেবল সেই কৃষকই ফসল
তোলে,বিক্রি করবে হাটে।যে নাইয়া অলসতায় গা
ভাসিয়ে,বসে থাকবে ঘাটে,
একদিন তার নৌখানিও
শুকিয়ে যাবে
মাছ শুকানো মাঠে।যেইজন খেলা নিয়ে
একটু আধটু খাটে,
কেবল সেইজন একদিন
খেলতে গিয়ে
চমক দেখাবে মাঠে।যেই গোয়ালা তার গাভীর
পরিচর্যায় রোজ রোজ খাটে,
কেবল সেই গোয়ালাই
গাভী হতে দুধ দোহনে
হাত দিতে পারবে বাটে।যে রবের নিকট সিজদায়
লোটে,কাঁদবে শেষ রাতে,
রবের নিকট সে,অধিকতর
প্রিয়, দুনিয়া এবং আখিরাতে।যে কর্মী তাঁর মালিকের
নগদ থেকে ছাঁটে,
সে কর্মীই,মালিকের বৃত্তিখানি
উঠাইবে একদিন লাটে।যে অদূরদর্শী,পশ্চাৎ নিয়ে
চিন্তা করেনা,বয় হতে আটে, সে একদিন আফসোস করবে
বয় যখন দাঁড়াবে গিয়ে ষাটে।
মন্তব্য