৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তানোরে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল আরএমপির প্রযুক্তি সহায়তায় হারানো ৫৯টি মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা গাজায় গনহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ পেকুয়ায় নিহত মকবুল আলীর পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আসিফ মাহতাব কে নিয়ে শায়েখ আহমাদ উল্লাহর ফেসবুক স্টাটাস। সাহামখদুম থানার অভিজানে যাবজ্জিবন সজাপ্রাপ্ত আসামি গেরপ্তার শ্রেণিভিত্তিক নয় বিষয়ভিত্তিক কক্ষ প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোন নির্দিষ্ট বিষয়ে পারদর্শী তৈরি করতে। বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, অতঃপর… চট্টগ্রাম জেলায় কনস্টেবল নিয়োগ সংক্রান্ত বিশেষ ঘোষণা-
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম
  • উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম নগরীর জনপ্রিয় দুই প্রকল্প
  • উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম নগরীর জনপ্রিয় দুই প্রকল্প

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>>এই জুলাই মাসে শেষ হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আলোচিত গুরুত্বপূর্ণ দুই সড়ক প্রকল্প। বাকলিয়া এক্সেস রোড এবং আউটার রিং রোডের ফিডার রোড-৩, এই দুই প্রকল্পের কাজ শেষে উদ্বোধনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইতিপূর্বে সড়ক দু’টির প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। বর্তমানে বাকলিয়া এক্সেস রোডের সৌন্দর্য বর্ধনের কাজ এবং ফিডার রোড-৩ এর কার্পেটিং এর কাজ চলছে। সড়ক দুটিতে যানবাহন চলাচল শুরু হলে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও চকবাজার এবং সাগরিকা সংলগ্ন এলাকায় যানজটের ভোগান্তি দূর হবার পাশাপাশি দূরত্বও কমে আসবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। ফলে এই দু’টি সড়ক ব্যবহারে মানুষের অর্থ ও সময় বাঁচবে।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর অন্যতম ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ বাকলিয়া এলাকার শাহ আমানত সংযোগ সড়কের পুরাতন বাকলিয়া থানা এলাকা থেকে চন্দনপুরা পর্যন্ত বাকলিয়া এক্সেস রোড প্রকল্প। ২০১৮ সালের নভেম্বরে ১ দশমিক ৫৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ শুরু করে সিডিএ। যার ব্যয় ধরা হয়েছিল ২০৫ কোটি ৪৬ লাখ টাকা এবং নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। কিন্তু মামলা, ভূমি অধিগ্রহণ জটিলতা এবং দশতলা ভবন নিয়ে জটিলতায় প্রকল্পের কাজ পরিকল্পিত সময়ে শেষ হয়নি।
    অন্যদিকে, উপকূলীয় বাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ নামে এ প্রকল্পের অধীনে ১৭ দশমিক ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। এর মধ্যে ১৫ দশমিক ২০ কিলোমিটার মূল ও ২ দশমিক ১৫ কিলোমিটার সংযোগ সড়ক। ২০১৬ সালের জানুয়ারিতে প্রকল্পটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের অধীনে সাগরিকা স্টেডিয়াম থেকে বেড়িবাঁধ ফিডার রোড-৩ নির্মাণের পরিকল্পনা ছিল। রেলওয়ের আপত্তিতে ফিডার রোড-৩ এ সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন অংশে ফ্লাইওভারটির নির্মাণ কাজ দীর্ঘদিন আটকে ছিল। যার কারণে প্রকল্প যথাসময়ে শেষ হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে ৩ হাজার ৫২৭ কোটি ৪৬ লাখ টাকা।সাগরিকার সংযোগ সড়কটি চালু হলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানগুলো সরাসরি রিংরোড হয়ে টোল রোডে উঠতে পারবে। একইভাবে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো এ সড়ক দিয়ে নগরীতে প্রবেশ করতে পারবে। ফলে চাপ কমে যানজটমুক্ত হবে অলংকার থেকে সিটি গেট পর্যন্ত পুরো এলাকা।
    গতকাল সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, বাকলিয়া এক্সেস রোড প্রকল্পটির সড়কের কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে সড়কের কোথাও কোথাও ফিনিশিং এর কাজ, কোথাও সৌন্দর্যবর্ধনের কাজ, কোথাও রোড মার্কিং এর কাজ চলছে। অন্যদিকে, দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট থেকে সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত নির্মাণাধীন ফিডার রোড-৩ এর কাজ শেষ পর্যায়ে। ফ্লাইওভারের কার্পেটিং এর কিছু কাজ এখনো বাকি রয়েছে। যা দ্রুত শেষ করার জন্য কাজ করছে সংশ্লিষ্টরা।বাকলিয়া এক্সেস রোডের প্রকল্প পরিচালক কাজী কাদের নেওয়াজ বলেন, সব জটিলতা কাটিয়ে বাকলিয়া এক্সেস রোড প্রকল্প বাস্তবায়নের পথে। ইতোমধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হয়েছে। বর্তমানে সৌন্দর্যবধনের কাজ চলছে। চলতি মাসের শেষে প্রকল্পটি উদ্বোধনের পর সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।কাজের অগ্রগতি দীর্ঘ সময় পার হওয়ার বিষয়ে জানতে চাইলে আউটার রিং রোড প্রকল্পের পরিচালক ও সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘ফিডার রোড-৩, অংশে ফ্লাইওভারের উচ্চতা নিয়ে রেলওয়ে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাপের উচ্চতার কথা বলা হয়েছে। এ জটিলতা নিয়ে দীর্ঘসময় আমরা কাজ করতে পারিনি। সম্প্রতি জটিলতা শেষে আমরা ফ্লাইওভারের কাজ শেষ করি। প্রায় ৯০০ মিটারের এই সড়কের কাজ প্রায় শেষ। বর্তমানে ফ্লাইওভারের কিছু কার্পেটিং এর কাজ বাকি আছে। চলতি মাসের মধ্যে এ কাজ শেষ করে উদ্বোধনের মধ্যেমে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে আশা করছি।এই বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, বাকলিয়া এক্সেস রোড এবং রিং রোড প্রকল্পের ফিডার রোড-৩ এর কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই প্রকল্প দু’টির কাজ শেষ হবে আশা করছি। প্রকল্পের কাজ শতভাগ শেষ হলে প্রকল্প দু’টি উদ্বোধন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page