বার্তা পরিবেশক।। কক্সবাজার সদরের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মা-ছেলেসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এ সময়ের সন্ত্রাসীরা কুলিং কর্ণারের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ২২ ডিসেম্বর সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম খোদাইবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম খোদাইবাড়ী এলাকার হাজী ফরিদুল আলমের স্ত্রী সাজেদা বেগমের সাথে একই এলাকার মোঃ লাল মিয়ার পুত্র আওয়ামী লীগে দোসর জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, এনামুল হক ও মোঃ হামিদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধরে বিগত ২২/১২/২০২৪ ইংরেজী তারিখ সকালে লাল মিয়ার পুত্র জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, এনামুল হক ও মোঃ হামিদের নেতৃত্বে ২০/৩০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রধারী সন্ত্রাসী লোকজন ও ঝগড়াটে মহিলা হায়ার করিয়া পূর্বপরিকল্পিতভাবে বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া সাজেদা বেগমের বসতবাড়ীতে অনধিকার প্রবেশপূর্বক আক্রমণকরতঃ ত্রাসের রাজত্ব কায়েম করিয়া তার ছেলের কুলিং কর্ণারের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে তাদের হামলায় সাজেদা বেগমের ছেলে লোকমান হাকিম ও মোর্শেদুল ইসলামকে প্রচন্ড মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।জানা যায়, ঈদগাঁও মৌজার বি.এস. ২৫১ নং খতিয়ানের ৫৫৫৫ দাগের আন্দর ০.১৫ একর জমি বিগত ২৫/০৯/২০০০ ইং তারিখের ২৭৫১ নং কবলা দলিল মূলে আমি অভিযোগকারীর স্বামী ফরিদুল আলম খরিদ করিয়া নিজ নামে পৃথক বি.এস. ৭০৪৯ নং খতিয়ান সৃজন করেন। অতঃপর কতেক অংশে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩তলা বসতবাড়ী নির্মাণ করিয়া নীচ তলায় দুইটি দোকান ও উপর তলায় সপরিবারে বসবাসক্রমে এবং কতেক অংশে পাউন্ডি ক্ষেত উপলক্ষ্যে পরিবার-পরিজন নিয়া ভোগ-দখলে আছি। দুইটি দোকানের একটিতে আমার ছেলে কায়েশ উদ্দিন একটি কুলিং কর্ণার এবং অপর দোকান জনৈক মিজানুর রহমান ভাড়ায় নিয়া কম্পিউটার ও বিকাশের ব্যবসা পরিচালনা করে। আমার স্বামী একজন প্রবাসী রেমিটেন্সযোদ্ধা হিসাবে বেশীরভাগ সময় সৌদি আরবে অবস্থান করেন। সম্প্রতি ঈদগাঁও উপজেলা ঘোষিত হওয়ার পর ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় আমাদের বসতবাড়ীর নিকটে স্থাপিত হওয়ায় জায়গা-জমির মূল্য অধিকহারে বৃদ্ধি পাওয়ায় পাশের্ক্ত ব্যক্তিগণ বি.এস. ৫৫৫৫ দাগে আমাদের বসতবাড়ীর পাউন্ডি ক্ষেতের খালি জমিটি দীর্ঘদিন যাবৎ জবর দখলের অপচেষ্টা করিয়া আসিতেছিল। বিবাদীগণ প্রায় সময় আমাদের বাড়ির সামনের রাস্তায় আসিয়া হুমকি-ধমকি দিয়া বলিত যে, “এই খালি জায়গাটি রক্ষা করিতে হইলে তাহাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে।” ইহারই ধারাবাহিকতায় বিগত ২২/১২/২০২৪ ইংরেজী তারিখ বিবাদীগণ আরো কতেক অস্ত্রধারী সন্ত্রাসী লোকজন ও ঝগড়াটে মহিলা হায়ার করিয়া পূর্বপরিকল্পিতভাবে বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বসতবাড়ীতে অনধিকার প্রবেশপূর্বক আক্রমণকরতঃ ত্রাসের রাজত্ব কায়েম করিয়া আমার ছেলের কুলিং কর্ণারের আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করিতে থাকিলে, আমার ছেলে লোকমান হাকিম ও মোর্শেদুল ইসলাম এবং আমি বিবাদীদের প্রতিহত করার চেষ্টা করিলে, বিবাদীগণের প্রচন্ড মারধর ও ছুরিকাঘাতের ফলে আমার ছেলে মোর্শেদুল ইসলামের ডান হাতের তিনটি আঙ্গুল মারাত্মকভাবে রক্তাক্ত কাটা জখম হয়। এক পর্যায়ে বিবাদীগণসহ তাহাদের হায়ারকৃত প্রায় ২০/৩০ জন উছৃঙ্খল মহিলা-পুরুষ আমাদের পরিবারের সকল সদস্যকে হত্যার উদ্দেশ্যে এক যোগে ধাওয়া করিয়া আমার ছেলেদের এলাকা ছাড়া করে এবং আমাদের বাসার ভাড়াটিয়া লোকজনকে হুমকি-ধমকি দিয়া বাহির করিয়া দিয়া সকল কক্ষ তালাবদ্ধ করিয়া ওয়েল্ডিং ঝালাই করিয়া দেয়। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মন্তব্য