৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • আরব বিশ্বের সাথে মিল রেখে মালদ্বীপে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত।
  • আরব বিশ্বের সাথে মিল রেখে মালদ্বীপে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে নিচু দেশ সাগর কন্যা মালদ্বীপের মালে ও আশপাশের সকল আইল্যান্ডে গতকাল সকাল সাতটায় শতভাগ মুসলিম এই দেশটিতে একযোগে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।ঈদের জামাতে সাধ্যনুযায়ী নতুন জামা কাপড় পরে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মালদ্বীপে অবস্থানরত সকল স্তরের প্রবাসী বাংলাদেশীদের কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপস্থ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মোঃ সোহেল পারভেজ মালদ্বীপ বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি ও মোঃবাবুল হোসেন সহসভাপতি মোঃ শাহ্ আলম বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও মাওলানা আব্দুস সবুর ও মোঃ দিদারুল আলম ভুঁইয়া, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার ও উপদেষ্টা মোঃ দুলাল হোসেন যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসাইন, বি বাড়িয়া ফোরামের নবনির্বাচিত সভাপতি মোঃ আলী আজম আক্তার ভুঁইয়া ও উপদেষ্টা মোঃ মোক্তার হোসেন ও মোঃ ফরহাদ খাঁন ভুঁইয়া মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও আঃ মান্নান, স্বেচ্ছাসেবক দল সভাপতি মাসুম মুন্না ও মোঃ মানিক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। এদিন বিভিন্ন রাজনীতিক ও বাঙালি কমিউনিটির সদস্যরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন এর মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে,
    এদিকে রাজধানীর মালে অবস্থিত মাফানো স্টেডিয়ামে মালদ্বীপের প্রেসিডেন্ট সহ প্রবাসী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান দেশটির সবচেয়ে বড় ঈঁদের জামাতে অংশগ্রহণ করেন।এদিন সকল স্তরের মুমিন মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেন। পরিশেষে বাঙালি কমিউনিটির নেত্রীবৃন্দ বলেন, সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক আগামী সুন্দর,,, ঈদ হোক ভালোবাসা ও মানবতার শান্তির উৎসব।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page