কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:19.06.2024
_____________________
আবেগ আছে বলেই না
মনের সমুদ্রের উথাল পাতাল আছে।
আবেগের কারণেই মনের ঝড়ো হাওয়া,
পাল তুলে দেয় এক স্নিগ্ধ সুখের খোঁজে।
জীবনের ধারা বদলে বলে দেয়,
গহন চাঁদরো তলে।











মন্তব্য