কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:19.06.2024
_____________________
আবেগ আছে বলেই না
মনের সমুদ্রের উথাল পাতাল আছে।
আবেগের কারণেই মনের ঝড়ো হাওয়া,
পাল তুলে দেয় এক স্নিগ্ধ সুখের খোঁজে।
জীবনের ধারা বদলে বলে দেয়,
গহন চাঁদরো তলে।

