আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক ইউচুপ আল কাদেরী (৩৬) কে গতরাতে আটক করেছে থানা পুলিশ।বুধবার (১৬ এপ্রিল)এওচিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ইউচুপ উপজেলার দেওদীঘি বাজারের পাশে এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান চৌধুরী বাড়ির মৃত ফেরদৌস আহমদ’র ছেলে।সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই এমরান বলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুদীপ্ত রেজা জয়ন্তের নেতৃত্বে গতরাতে এওচিয়া হতে ইউচুপকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে বিগত আওয়ামী আমলে আওয়ামী নেতাদের প্রত্যক্ষ মদদে ব্যাপক নাশকতা,তান্ডব,বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হয়রানি এবং মাদক বিস্তার ও কিশোর গ্যাং লালনের অভিযোগ পাওয়া গেছে।উল্লেখ্য, ইউচুপ আল কাদেরী একজন দুর্ধর্ষ যুবলীগ ক্যাডার।সে যুবলীগের সাইদুর রহমান দুলাল,আ.ন.ম সেলিম এবং হারেজ মোহাম্মদ কতৃক ১৮/১১/২০১৯ তারিখে অনুমোদিত এওচিয়া ইউনিয়ন কমিটির অর্থ সম্পাদক ছিলেন।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন,সে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।তিনি বিগত দিন ব্যাপক নাশকতায় নেতৃত্ব দেন বলে তথ্য পাওয়া যায়,প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তাকে আদালতের মাধ্যমে, জেলহাতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য