আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে সাতকানিয়া কেরানিহাটে ৩টি রেস্টুরেন্টের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ আগস্ট ) দুপুরে সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)খন্দকার
মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর,পঁচা বাসি খাবার সংরক্ষণ,অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন,হোটেল-রেস্তোঁরা ময়লা উন্মুক্ত স্থানে ফেলা,নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ দায়ে,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্ট ২০ হাজার টাকা মেহফিল রেস্টুরেন্ট ২০ হাজার টাকা,আল ঈশান রেস্টুরেন্ট মালিক কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান জানান,তিনটি রেস্টুরেন্টে জরিমানার পাশাপাশি,কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এই সময় বিভিন্ন মাছ,মাংস,ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য