পেকুয়া :প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে আওয়ামীলীগের সহযোগী সংগঠন সৈনিকলীগের সভাপতি ফোরকানকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।গতকাল (৯ ফেব্রুয়ারি) রবিবার রাতে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সৈনিকলীগ নেতা মোহাম্মদ ফোরকান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি বলে জানা গেছে।আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য আটককৃত সৈনিক লীগের সভাপতি ফোরকানের বিরুদ্ধে নিরীহ মানুষকে নির্যাতন,মাদক বিকিকিনি ও ভূমি জবর-দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
মন্তব্য