নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাতকানিয়া সংসদ ড.আবু রেজা মোহামমদ নিজাম উদ্দিন নদভীর সহকারী সচিব মোঃ এসএম শাহাদত হোসাইন শাহেদ’র জানাজা নামাজ শুক্রবার সোনাকানিয়া আলুরঘাট গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাদে আসরের পর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।জানাজা নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজা ও দাফনে অংশ নেন- সাতকানিয়া লোহাগরা জাতীয় সদস্য ডক্টর আবু রেজা মোঃ নিজাম উদ্দিন নদভী,মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ও সামাজিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষ। আগামী সোমবার মরহুমের নিজ বাসভবনে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হবে।এদিকে, মরহুমের প্রতি শ্রদ্ধা জানানোসহ জানাজা ও দাফনে শরিক হওয়ার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা।এসএম শাহাদত হোসাইন শাহেদ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে শুক্রবার ভোর ৪ ঘটিকার সময় মৃত্যু বরণ করেছেন
মন্তব্য