কলমে :-নাজিম উদ্দিন।
শত শত বুলেট যদি
বুক ঝাঁঝরা করে,
জীবনটা বিলিয়ে দেব
দেশ রক্ষার তরে।
যেমন করে বিলিয়েছিল
বীর মুক্তিযোদ্ধা,
আমরা তাদের উত্তরসূরি
জানাই তাদের শ্রদ্ধা।
তারা মোদের শিখিয়েছে
দেশপ্রেমের কথা,
এক হয়ে রুখে দেবো
যেথা আসবে বাধা।
স্বাধীন দেশ স্বাধীন রবে
কোন আপোষ নয়,
বাঙালিরা মরতে জানে
আর করি না ভয়।
*********************
(স্বাধীন দেশ স্বাধীন রবে)
মন্তব্য