২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীদের হামলায় মোহনা টিভির সাংবাদিকের ছেলে কিশাল গুরুতর আহত
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীদের হামলায় মোহনা টিভির সাংবাদিকের ছেলে কিশাল গুরুতর আহত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি>>>>

    সুনামগঞ্জ পৌর শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের হামলায় মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের ছেলে কিশাল শেখর দাস(২২) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ৮টায় জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দের নেতৃত্বে ছাত্রলীগের নামধারী কিছু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে মোহনাটেলিভিশনের সাংবাদিকের ছেলে কিশাল শেখর দাসকে বসা দেখে এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তাৎক্ষনিক খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশালকে প্রাণে রক্ষা করে। পরে কিশালের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। আহত কিশাল শেখর দাস জানান,তার বন্ধু দ্বীপ দাসের সাথে তাদের অপর এক বন্ধু লাবিবের পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ দিপংঙ্করের নেতৃত্বে,জামিল,লাবিব আদিব গংরা প্রিয়াঙ্গন মার্কেটে এসে দ্বীপ দাসকে দেখে উচ্চবাক্যে প্রয়োগ করতে থাকে। এ সময় কিশাল তাদেরকে বিশৃংখলা না করতে বারণ করেন। কিন্তু দিপংঙ্করের নিদের্শে জামিল লাবিব ও আদিবের নেতৃত্বে ১০/১২ জন নামধারী সন্ত্রাসীরা কিশালকে প্রথমে চেয়ার ছুড়ে মারার এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত করে গুরুতর আহত করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশালকে উদ্ধার করে। পরে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেসুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে নিভৃত করেছি।এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। 

     

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page