জেমস রানা বিশ্বাস সাভার উপজেলা প্রতিনিধি >>> ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইদুল ইসলামকে ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-৪।রোববার বিকেলে নিজ বাসা থেকে তিনি গ্রেপ্তার হন। পরে সাভার মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।গ্রেপ্তারকৃত সাইদুলের পরিবারের দাবি, চলতি বছরের মার্চ মাসে কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে তিনি রাজনীতি থেকে সরে যান। ছাত্র আন্দোলন চলাকালীন সময়েও দলীয় কোন কর্মসূচিতে অংশ নেননি। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর সব নেতারা সাভার ছেড়ে পালিয়ে গেলেও তিনি বাসাতেই অবস্থান করছিলেন।তবে পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাইদুলের নামে নামে থানায় কয়েকটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
মন্তব্য