মোঃ নজরুল ইসলাম সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি>>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট রাস্তার মাথায় পুলিশের একটি সঙ্গী ফোর্স নিয়ে থানা একাকায় ওয়ারেন্ট ভুক্ত তামিল মাদক অভিযানের ডিউটি সময় সকাল আনুমানিক ৭ ঘটিকায় একজন যাত্রী বাস হইতে নেমে কেরানীহাট পুলিশ বক্সের সামনে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সময় পুলিশ আটক করে আটককৃত দেহ তল্লাশী করে ১৬ শ পিস ইয়াবা টেবলেট পান।অদ্য (৩ ডিসেম্বর-২০২৪ ইং) আটককৃত আসমি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মেহেরপুর ইউপি,১ নং ওয়ার্ডে,দেবীপুর কালিয়ারপাড় শফিউল্লাহ ছেলে আলী আকবর (৪০) আসামী করে সাতকানিয়া থানার(নিঃ) এস আই মং থোয়াই হ্লা চাকমা বাদী হয়ে সাতকানিয়া থানা মামলা করে নং(৩)/৩/১২/২৪ইং) ধারা ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এর ৩৩ (১) সারনীর ১০(ক) ধারায় গ্রেপ্তারকৃত আসামি থেকে উদ্ধার করা ১৬০০শ পিস ইয়াবা টেবলেটের বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা ধৃত আসামীকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয় মামলার তদন্তের সুবিধার্থে আসামিকে জামিন নামঞ্জুর করারা অনুরোধ জানান পুলিশ,আসামি জামিন হলে পালিয়ে যাওয়ার সম্ভবনা।
মন্তব্য