১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শহীদ  বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা। নরসিংদী জেলার সাহিত্যের সন্ধানে মাসিক আড্ডা ও জেলা কমিটি গঠন: এদেশের মানুষ ভালো নাই, তারা ভোট চাই, তারা নির্বাচন চাই – অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। রংপুরের গঙ্গাচড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন  প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার পক্ষ থেকে মালদ্বীপস্থ  বাংলাদেশ হাইকমিশন বরাবর স্মারকলিপি প্রদান। একাত্তরের শহীদরা বাঙালি জাতির অনুপ্রেরণা – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কলমাকান্দায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কোম্পানীগঞ্জে ৭জন জামায়াত শিবির কর্মীকে গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশে। বুদ্ধিজীবী দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন
আন্তর্জাতিক:
দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী  সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস বাংলাদেশসহ যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু প্রয়োজনীয় সব সংস্কারে প্রস্তুত আছি, সবার পরামর্শ চাই: ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন  মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি – বড়ো ধরনের যুদ্ধ এড়াতে বিশ্বনেতাদের উদ্যোগ জরুরি
  • প্রচ্ছদ
  • জীবন গল্প >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • সাতকানিয়ায় মোক্তার হত্যার আসামিদের  হুমকিতে নিরাপত্তাহীনতায় তার পরিবার
  • সাতকানিয়ায় মোক্তার হত্যার আসামিদের  হুমকিতে নিরাপত্তাহীনতায় তার পরিবার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>
    সাতকানিয়ায় মোহাম্মদ মোক্তার নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা মোক্তারের সপরিবার কে হত্যা করার অভিযোগ উঠেছে। (৩ নভেম্বর ২০২৪)শনিবার বিকাল ৩ টার দিকে এমন টাই অভিযোগ করেন মোক্তারের স্ত্রী সায়েরা বেগম। বিগত ১৫ (জুলাই) দিন দুপুরে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জানু সিকদার বাড়ি এলাকায় জমি জমার বিরোধে স্থানীয় প্রতিপক্ষ খুনের এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। নিহত ৮ ওই এলাকার মৃত আহমদ হোসেনের পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে,মোক্তারের সঙ্গে বেশ কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল প্রতিবেশী ভুট্টো ও ফরিদের সঙ্গে। এর জের ধরেই প্রতিপক্ষ দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক কুপিয়ে জখম করে মোক্তারকে। এ ঘটনায় গুরুতর আহত মোক্তারকে তার স্বজনসহ স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে নিশ্চিত করেছেন স্থানীয় গ্রামপুলিশ রফিক ও হারুন।এব্যাপারে মোকতার আহামদের স্ত্রী সায়েরা বেগম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে গতকাল ১৬ই জুলাই মঙ্গলবার সাতকানিয়া থানায় একটি হত্যা ও হত্যাচেষ্টার অপরাধে নিয়মিত মামলা রুজু হয়।মামলার আসামিরা হলেন।মোরশেদ আলম,তৌহিদুল আলম,ফরিদুল আলম,পুরানগড় ইউনিয়নের প্রতিবেশী, সিরাজুল ইসলাম বুচুর পুত্র, সিরাজুল ইসলাম ( বুচু) কালু মিয়ার পুত্র।উম্মে জান্নাত লাকী একই এলাকার ফরিদুল আলমের স্ত্রী,জয়নাব বেগম একই এলাকার,তৌহিদুল আলামের স্ত্রী,সফিয়া খাতুন একই এলাকার সিরাজুল ইসলাম বুচু’র স্ত্রী,
    লাকী আক্তার, একই এলাকার আবদুল হালিম লেদু’র স্ত্রী। পুরানগড় ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বলেন,মোক্তার খুবই সহজ সরল ও সোজাসাপটা মানুষ হিসেবে সর্বজনস্বীকৃত। মোক্তার তার চলাচলের রাস্তা পরিষ্কার করার সময় ফরিদ ও ভুট্টো তাদের বাবা,মা,বউসহ অতর্কিতভাবে তার ওপর হামলা করছে বলে শুনেছি। বিষয়টা আমার চৌকিদার হারুন আমাকে নিশ্চিত করেছিল।ওই ঘটনায় আমাদের ইউনিয়নের কাজী জেয়াবুল হোসেনও আহত বলে শুনেছি। ততে আসামিরা আর  জামিনে ছাড়া পেয়ে, আবার মুক্তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে, বিষয়টা খুবই দুঃখজনক প্রশাসনের প্রতি অনুরোধ  দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। মোক্তারের বড় ভাই কাজী জিয়াবুল হোসেন বলেন,আমাদের সপরিবার হুমকির মুখে। দিন দুপুরের এবং রাতের আঁধারে।প্রকাশ্যে এসে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।আমার সপরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে,আমি আমাদের সপরিবার নিয়ে বাঁচতে চাই। এরকম দিনদুফরে আমার ভাইকে হত্যা করে আসামিরা বুক ফুলিয়ে এলাকায় চলাফেরা করতেছে কিন্তু প্রশাসনের কোন ভূমিকা নাই। আমার পরিবারের দাবি সবাইকে যারা হত্যা করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।সাতকানিয়া থানার  অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তফা কামাল খাঁন বলেন,এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ইদানিং তারা জামিনে ছাড়া পেয়ে আবার প্রতিপক্ষকে হামলা করবে বলে মৌখিক অভিযোগ পেয়েছি এবং সকল আসামিদের দূরত্ব গ্রেপ্তারের ব্যাপারে সাতকানিয়া থানা পুলিশ তৎপর  রয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page