নূর ই ইলাহী জামালপুর>>>
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।তাকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে মাহমুদুল আলম বাবুকে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।এসংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম সোমবার সই করেছেন।সাংবাদিক নাদিম হত্যায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার-পরবর্তী র্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়।এ ঘটনার পর গত শুক্রবার তাকে আওয়ামী লীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়।
মন্তব্য