২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • সাংবাদিক আনোয়ার হোসেনের ওপরে সন্ত্রাসী হামলা
  • সাংবাদিক আনোয়ার হোসেনের ওপরে সন্ত্রাসী হামলা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি>>>>

    মোঃ আনোয়ার হোসেন (৪৫)বাংলাদেশ সংবাদ প্রতিদিন কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সদস্য কর্মরত আছি পিতা মোঃ আব্দুল মান্নান এম ইউ ভুঁইয়া সড়ক, নতুন কোট পাড়া নিবাসী, ভয়েস অফ কুষ্টিয়া নামক এক পেইজে মধ্যরাতে ভাষাহীন উন্নয়নের ভিতরে ঘামতেছি এমন একটি পোস্টকে সরকারি বিরোধী উস্কানি মূলক আমি তাহা মন্তব্য করি এরই ধারাবাহিকতায় আসামি ১/মুন্সী শাহীন পিতা মুন্সি মোখলেসুর রহমান সং নলডাঙ্গা পাটিকা বাড়ী কুষ্টিয়া সদর কুষ্টিয়া বর্তমান ঠিকানা থানাপাড়া আজগার আলী গলি কুষ্টিয়া সদর কুষ্টিয়া, আমার মন্তব্যয় সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হত্যার হুমকি দেয়, তাইর ধার বাহিকথায় অদ্য ৯/০৬/২০২৩ইং তারিখে রাত অনুমান ৯,০০ঘটিকার সময় ০১নং আসামি আমকে কুষ্টিয়া সরকারি কলেজ হোষ্টেলে পিছনের সাইডে আমি মাগরিবের নামাজ আদায় করে বের হওয়ার সময় আমি কোন কিছু বুঝে না উঠার আগেই উক্ত ১নং আসামিসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমাকে ঘিরে ধরে এবং ০১নং আসামি তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে আমার মাথায় ২/৩ ইঞ্চি ডিপ হয়ে কেটে রক্তাক্ত যখম হয় ০১নং আসামীর হুকুমে অজ্ঞাত আসামি গন আমার মাথা আমার মাথায় ও শরীরেল বিভিন্ন স্থানে খুর দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এছাড়া ১নং আসামী আমার ব্যবসার নগদ ৫০ হাজার টাকা প্যান্টের পকেট থেকে ছিনিয়ে নেয় এবং আমার গলায় থাকা স্বর্ণের এক ভরি দুই আনা ওজনের সোনার চেন ছিনিয়ে নেয় তার বাজার প্রায় এক লক্ষ দশ হাজার টাকা তখন আমার চিৎকারে এক নম্বর সাক্ষী আপন আহমেদ বাঁধন বাদনসহ পথচারীগণ আমাকে উদ্ধার করে বেউস অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে আমি এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় যাহার দায়ের করেছি

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page