কলমে রিতুনুর >>>
মুখে লাল দাড়ি জানিনা কোথায় বাড়ি
চাঁদের মত হাসি,
তারে অনেক ভালোবাসি।
ছবি দেখলেই তার ধিকধিক করে বুক
মনে হয় ঐ বুকে
আছে লুকিয়ে সুখ।
কাব্য লেখে ভালো,দেখতে সামান্য কালো।
নিজ সত্তায় চলে
কখনো মেসেঞ্জারে নক করে
কিছুই নাহি বলে।
হৃদয়ের মানচিত্রে লিখেছি তার নাম,
হীরা মতি চুনি পান্না
নুড়ির পাথরের মত যার দাম।
তার প্রতিটা শব্দ নীহারিকাপুঞ্জের মত
এই হৃদয় স্পর্শ করে,রোজ অনলাইনে
কত প্রেম ভালোবাসা,
অবিরাম তুলে ধরে।
কোটি কোটি মানুষের ভিড়ে
তাকে ভালোবেসে ফেলেছি ধীরে ধীরে।
দুটি মন যদি হয় এক
তবে বলবো এই কবিতাটি একবার চেয়ে দেখ।
যদি অন্ধকার রাতে
বিদ্যুৎ চমকাইয়া জ্বলে আলো
যদি লাগে ভালো চুপচাপ বলে দিও
এই নিঃশ্বাস প্রশ্বাস পারলে
তোমার করে নিও।
স্মার্ট ফোন ধরে যদি কখনো বলো হাই,
দিব্বি বলছি তোমার মত একজন শুভ্র সাদা
মনের মানুষ অনেক দিন থেকে চাই।।
মন্তব্য